Voices of the Plainland Santals

Preserving Culture & Heritage through Digital Innovation: A scientific and community-led initiative to document, conserve, and digitize the endangered history of the Santal community.

ইতিহাস

দক্ষিণ এশিয়ার প্রাচীন আদিবাসী জনগোষ্ঠীর অন্যতম সাঁওতালরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে সমতল অঞ্চলে বসবাস করছে। কৃষি, ঋতুচক্র ও জমির সঙ্গে তাদের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর।

সমাজ

কুলি (ক্লান) ব্যবস্থা, গ্রাম পরিষদ, মানঝি–পারগানার নেতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজ গড়ে উঠেছে।

সংস্কৃতি

তামাক, মাদলসহ ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র; নৃত্য, উৎসব, কারুশিল্প; হাতে লেখা গানবই তাদের সংস্কৃতিকে পরিচিত করে।

ধর্ম

প্রথাগত ধর্মে প্রকৃতি, পূর্বপুরুষ ও পবিত্র বনের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরবর্তীতে অনেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় দ্বৈত ধর্মীয় চর্চা দেখা যায়।

রাজনীতি

গ্রাম নেতৃত্ব, ভূমি–অধিকার, পরিচয় রক্ষা, শিক্ষা ও সাংস্কৃতিক স্বীকৃতি নিয়ে সক্রিয় ভূমিকা পালন করে।